ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

অন্তর্বর্তী জামিন পেলেন ফিরহাদ-সুব্রত-মদন মিত্র-শোভন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মে ২৮, ২০২১
অন্তর্বর্তী জামিন পেলেন ফিরহাদ-সুব্রত-মদন মিত্র-শোভন ...

কলকাতা: নারদা কাণ্ডে বহু জল ঘোলা হওয়ার পর অবশেষে অন্তর্বর্তী জামিন মিললো পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের।

শুক্রবার (২৮ মে) জামিনের শুনানি অনুষ্ঠিত হয় কলকাতা হাইকোর্টে।

 পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে তাদের জামিন আবেদনের শুনানি হয়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, আদালত ৪ নেতা-মন্ত্রীর জামিন মঞ্জুর করেন। ৫ বিচারপতিই জামিনের পক্ষে মত দিয়েছেন।

জামিনের শর্ত হলো- ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন, নারদা মামলার বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা যাবে না আর মামলার তথ্য প্রমাণ বিকৃত করা যাবে না।

সিবিআইয়ের পক্ষের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলাটি অন্য রাজ্যে সরানো এবং জামিনের বিপক্ষে একাধিক যুক্তি দেন।  

এর আগে সিবিআই মামলাটি অন্য রাজ্যে সরানোর আর্জি আগে শোনার অনুরোধ করেছিল বেঞ্চকে।  

কিন্তু পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ জানিয়েছেন, শুক্রবার প্রথমে ধৃতদের জামিন সংক্রান্ত মামলার বিচার হবে। মামলাটি অন্য রাজ্যে সরানোর আর্জি শোনা হবে পরে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ২৮, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।