ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

করোনা গ্রাফ নিম্নমুখী হলেও তৃতীয় ঢেউ নিয়ে চিন্তিত ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ২২, ২০২১
করোনা গ্রাফ নিম্নমুখী হলেও তৃতীয় ঢেউ নিয়ে চিন্তিত ভারত

কলকাতা: ৯১ দিন পর ভারতে করোনা গ্রাফ সর্বনিম্ন। একদিনে দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন।

১৪ এপ্রিলের পর যা সর্বনিম্ন।  

মঙ্গলবার (২২ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। যা আগের তুলনায় অনেকটাই কম। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জনে।

পাশাপাশি পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ অনেকটাই স্বস্তিদায়ক। রাজ্যের সরকারি তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আট দফায় হওয়ায় ভোটের সময় রাজ্যে কোভিড সংক্রমণের হার ছিল ৩২ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে ৪ শতাংশ। ফলে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭৯ জন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪২ জনের। একদিনে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১১৩ জন। তবে কলকাতাসহ অনেক জেলায় শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমলেও উত্তর ২৪পরগনা, হাওড়ার সংক্রমণের হার কিছুটা বেশি। উত্তর ২৪ পরগনায় একদিনে ২৯৫ জন শনাক্ত হয়েছেন।

অপরদিকে, কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা। ভারতের বিশেষজ্ঞেদের মতে জুলাইয়ের শেষের দিকে করোনা তৃতীয় ঢেউ গ্রাস করবে দেশটাকে। এতে সবচেয়ে বেশি বিপদের ঝুঁকি থাকবে শিশুদের। তাই তার মোকাবিলায় শিশু স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব দিচ্ছে মমতার সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ে শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি যত্ন নিতে হবে। তাই শিশু হাসপাতালগুলোর শয্যা বাড়ানো হচ্ছে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সরকারি স্তরে শিশুদের সাধারণ শয্যার পাশাপাশি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিকু) ১৩শটি এবং নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিকু) ৩৫০টি শয্যা ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে আরও পেডিয়াট্রিক ভেন্টিলেটরের ব্যবস্থা করা হবে।

তবে ভারতের নিরিখে চিন্তা বাড়িয়েছে কেরালা রাজ্যটি। সেখানে একদিনে সর্বাধিক আক্রান্ত হয়েছেন। দক্ষিণের ভারতের এই রাজ্যে একদিনে ৭ হাজার ৪৪৯ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২২ জুন, ২০২১
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।