ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্দামানে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারের আহ্বান ইউএনএইচসিআরের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
আন্দামানে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারের আহ্বান ইউএনএইচসিআরের

আন্দামান সাগরে বিকল নৌকায় ভাসমান দুইশর মতো রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধারের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।  

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, তারা খবর পেয়েছে থাইল্যান্ড উপকূলে নৌকায় এই শরণার্থীরা ভাসছেন।

 ডিসেম্বরের ১ তারিখ নৌকাটির ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।  

বিবৃতিতে বলা হয়, সেই বিকল নৌকায় গত কয়েকদিন ধরে খাবার ও পানযোগ্য পানি নেই। এই কারণে নৌকায় থাকা শরণার্থীরা পানিশূন্যতায় ভুগছেন। তথ্য রয়েছে কয়েকজন মারাও গেছেন। তবে এই তথ্য যাচাই করা যায়নি।  

এতে আরও বলা হয়, তাদের উদ্ধার না করা হলে সামনের দিনগুলোতে অতিরিক্ত প্রাণহানির বেশ শঙ্কা রয়েছে।  

এর আগে চলতি মাসের শুরুতে ইউএনএইচসিআর বলেছিল, মিয়ানমার ও বাংলাদেশ থেকে ঝুঁকিপূর্ণ নৌকায় করে রোহিঙ্গা শরণার্থীদের দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাড়ি জমানোর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  
 
ইউএনএইচসিআর বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও মিয়ানমার থেকে ১ হাজার ৯২০ জনের মতো লোকজন সাগরে পাড়ি জমিয়েছে। এদের বেশিরভাগই রোহিঙ্গা শরণার্থী। ২০২১ সালে এই সংখ্যা ছিল মাত্র ২৮৭।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।