ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মন্টানায় গরম পানি মুহূর্তেই হয়ে যাচ্ছে তুষার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
মন্টানায় গরম পানি মুহূর্তেই হয়ে যাচ্ছে তুষার

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ২০০ মিলিয়নেরও বেশি লোক এই ঝড়ের কবলে পড়েছে।

এই ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, তাদের শুক্রবারের প্রকাশিত মানচিত্রে এই সময়ের মধ্যে সবচেয়ে বিস্তৃত এলাকাজুড়ে আবহাওয়া সতর্কতা ও পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির মন্টানা রাজ্যে তাপমাত্রা এতটাই কমেছে গেছে যে, গরম পানি ছুড়ে দিলে মুহূর্তেই তা বরফে পরিণত হয়ে যাচ্ছে। খবর বিবিসির।

এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি পাত্রে পানি গরম করে তা ছুড়ে দিচ্ছেন। সেই পানি মাটিতে পড়ার আগেই তুষারকণায় পরিণত হচ্ছে।  

 

> Pot of boiling water
+
> 36°F below zero (without wind chill)
=
❄️ INSTANT SNOW ❄️ pic.twitter.com/nRIOKHfQxL

— Bartholomew (@MementoMori_JMJ) December 22, 2022

 

মন্টানার এল্ক পার্কে তাপমাত্রা -৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। মিশিগান রাজ্যের হেল শহর পুরো জমে রয়েছে। শুক্রবার রাতে সেখানে তাপমাত্রা ছিল-১৭ ডিগ্রি সেলসিয়াস।  

হেল শহরের এমিলি নামে এক দোকানকর্মী বলেন, এখানে ঠান্ডা, সময়ের নরকে আছি।  

সাউথ ডাকোটার স্থানীয় এক কর্মকর্তা বলেন, নেটিভ আমেরিকানরা জ্বালানি পুড়িয়ে শেষ করার পর কাপড়ে আগুন দিচ্ছেন নিজেদের গরম রাখার জন্য।

শুক্রবার তুষারঝড়ে দেড় মিলিয়নেরও বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েন। হাজারো ফ্লাইটের শিডিউল বাতিল করা হয়।  

 

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।