ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিস্ফোরণে রাশিয়ার বিখ্যাত সামরিক ব্লগার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
বিস্ফোরণে রাশিয়ার বিখ্যাত সামরিক ব্লগার নিহত

বিস্ফোরণে রাশিয়ার বিখ্যাত সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি মারা গেছেন। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সেন্টপিটার্সবুর্গের স্ট্রিট ফুড বার নামের ক্যাফেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন।

এদিকে বিস্ফোরণের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই হামলার জন্য কারা দায়ী তা এখনও জানা যায়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাতারস্কিকে একটি ভাস্কর্য উপহার বক্সে দেওয়া হয়। সেটার ভেতরে গোপন বোমা ছিল।

বিস্ফোরণের পরে টেলিগ্রামে প্রচারিত ভিডিওতে তাকে একটি ভাস্কর্য হস্তান্তরের দৃশ্য দেখা যায়। তিনি এটি নিয়ে রসিকতা করছিলেন। তবে এর ভেতরে বিস্ফোরক ছিল কিনা তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি

তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমিন। তিনি রাশিয়ার ইউক্রেন অভিযানকে সমর্থন করতেন।

তিনি ওই ক্যাফের একটি অনুষ্ঠানের অতিথি বক্তা ছিলেন। সেখানেই এই বোমার বিস্ফোরণ ঘটে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।