ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রিসমাস ট্রি-তে আগুন দেওয়া নিয়ে উত্তাল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ক্রিসমাস ট্রি-তে আগুন দেওয়া নিয়ে উত্তাল সিরিয়া

সিরিয়ায় মুখোশধারী বন্দুকধারীদের একটি ক্রিসমাস ট্রি-তে আগুন দেওয়ার এক ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সোমবার রাত থেকে দেশটির হামা শহরের কাছে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে।

 খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মুখোশধারী বন্দুকধারীরা সিরিয়ার মধ্য অঞ্চলের খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর সুকেইলাবিয়ার প্রধান চত্বরে প্রদর্শিত একটি ক্রিসমাস ট্রি-তে আগুন দিচ্ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া প্রধান গোষ্ঠীটি জানায়, ক্রিসমাস ট্রিতে আগুন দেওয়া ব্যক্তিরা বিদেশি যোদ্ধা এবং তাদের আটক করা হয়েছে।

ক্রিসমাস ট্রি-তে আগুন দেওয়ার ঘটনায় সারা দেশে হাজার হাজার বি-ক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তারা নতুন ইসলামপন্থী শাসকদের প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সিরিয়ার খ্রিস্টান সম্প্রদায় ক্রিসমাস ইভ উদযাপনের প্রস্তুতি নেওয়ার আগের রাতে একটি ক্রিসমাস ট্রিতে আগুন দিচ্ছে দুই মুখোশধারী যোদ্ধা।

ঘটনার পরের একটি ভিডিওতে দেখা যায়, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের এক ধর্মীয় নেতা সুকেইলাবিয়ায় জড়ো হওয়া জনতাকে আশ্বস্ত করছেন, ওই ক্রিসমাস ট্রি সকাল হওয়ার আগেই মেরামত করা হবে।

এরপর ওই ব্যক্তি সংহতির প্রতীক হিসেবে একটি ক্রস তুলে ধরেন, যা সাধারণত রক্ষণশীলদের জন্য বিরল এক ঘটনা।

ক্রিসমাস ট্রি-তে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আরও বেশি মানুষ রাস্তায় নেমে আসেন। দামেস্কের পার্শ্ববর্তী কাসা এলাকায় জনতা সিরিয়ায় অবস্থান করা বিদেশি যোদ্ধাদের স্লোগান দিতে শোনা যায়।

দামেস্কের বাব তৌমা এলাকায় বিক্ষোভকারীরা একটি ক্রস এবং সিরিয়ার জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন। তারা স্লোগান দেন, আমরা আমাদের জীবন আমাদের ক্রসের জন্য উৎসর্গ করব।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।