ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনকে ছাড়িয়ে বিশ্বের জনবহুল দেশ হচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
চীনকে ছাড়িয়ে বিশ্বের জনবহুল দেশ হচ্ছে ভারত

চীনকে ছাড়িয়ে বিশ্বের জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত। অর্থাৎ বিশ্বে জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে উঠে আসছে দেশটি।

 

বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের দেওয়া তথ্যানুসারে, প্রথমবারের মতো সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের তালিকায় প্রথম স্থান দখল করতে যাচ্ছে ভারত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের মাঝামাঝি ভারতের জনসংখ্যা হবে ১৪২ কোটি ৮৬ লাখ। আর চীনের জনসংখ্যা হবে ১৪২ কোটি ৫৭ লাখ।  

১৯৫০ সাল থেকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকা করে আসছে জাতিসংঘ।

১৯৬০ সালের পর গত বছর প্রথমবারের মতো কমে যায় চীনের জনসংখ্যা। ওই বছর মাও সেতুংয়ের আত্মঘাতী কৃষি নীতির কারণে চীনে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যান।

বর্তমানে বিভিন্ন আধুনিক সমস্যার কারণে দেশটিতে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। অপরদিকে বেড়ে যাচ্ছে বৃদ্ধ মানুষের সংখ্যা। জনসংখ্যা হ্রাসের বিরূপ প্রভাব এরই মধ্যে দেশটিতে পড়া শুরু হয়েছে। এ কারণে বর্তমানে চীনের সরকার জনসংখ্যা বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে।

২০১১ সাল থেকে আদমশুমারি করা হয় না ভারতে। এ কারণে বর্তমানে দেশটির সঠিক জনসংখ্যার সরকারি তথ্য নেই।

ভারতে ২০২১ সালে আদমশুমারি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে পরে আর হয়নি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম। জনসংখ্যার ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী, ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।