ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদান থেকে সরিয়ে নেওয়া হলো কূটনীতিক ও বিদেশিদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
সুদান থেকে সরিয়ে নেওয়া হলো কূটনীতিক ও বিদেশিদের

ভয়াবহ লড়াই অব্যাহত থাকায় অনেক দেশ সুদানের রাজধানী খার্তুম থেকে তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রোববার ঘোষণা করেছে যে, তারা নিজেদের কূটনীতিকদের সুদান থেকে সরিয়ে নিয়েছে।

ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেনসহ অন্যান্য দেশগুলোও এই তালিকায় রয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি ‘দ্রুত ও পরিচ্ছন্ন’ অপারেশনের মাধ্যমে রোববার তিনটি চিনুক হেলিকপ্টার দিয়ে প্রায় ১০০ জনকে সরিয়ে আনা হয়েছে। বর্তমানে খার্তুমে মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে।

যুক্তরাজ্য সরকার ব্রিটিশ কূটনীতিক এবং তাদের পরিবারকে সুদান থেকে সরিয়ে আনার প্রক্রিয়াকে একটি ‘জটিল ও দ্রুত’ অপারেশন হিসেবে বর্ণনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি বলেছেন, সুদানে অবশিষ্ট ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়া ‘গুরুতরভাবে সীমিত’।

আরও কয়েকটি দেশ রোববার তাদের নাগরিক ও কূটনীতিকদের সুদান থেকে সরিয়ে নিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিশ্চিত করেছেন যে, রোববার একটি প্লেনে করে সুদানে অবস্থান করা ফরাসি নাগরিক ও অন্যান্যরা জিবুতিতে পৌঁছেছে। ওই প্লেনে কয়েকজন ডাচ নাগরিকও ছিলেন।

জার্মানির সেনাবাহিনী জানিয়েছে, তিনটি প্লেনের মধ্যে প্রথমটি ১০১ জন যাত্রী নিয়ে জর্ডানের উদ্দেশ্যে সুদান ছেড়েছে।

ইতালি ও স্পেন তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। স্প্যানিশ মিশনে আর্জেন্টিনা, কলম্বিয়া, আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, ভেনিজুয়েলা এবং সুদানের নাগরিকরাও ছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার সরকার তাদের কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিয়েছে।

গত কয়েকদিন ধরে চলা দুই বাহিনীর সংঘাতে কয়েক দফায় অস্ত্রবিরতির ঘোষণা এলেও কোনো পক্ষ তা মানেনি। এমনকি গেল শুক্রবার ঈদ উপলক্ষে শুরু হওয়া তিনদিনের অস্ত্রবিরতিও মানা হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চার শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। কয়েক হাজার আহত হয়েছেন। তবে প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।  

জাতিসংঘ বলছে, ২০ হাজারের বেশি লোক, যাদের বেশির ভাগই নারী ও শিশু সুদান থেকে শাদে আশ্রয় খুঁজছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।