প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনের ওপর ড্রোন হামলার চেষ্টায় ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। খবর আল জাজিরা।
বুধবার এ অভিযোগ করে রাশিয়া সরকার। রাষ্ট্রীয় বেশ কয়েকটি সংবাদ সংস্থাও এই অভিযোগ নিয়ে খবর ছেপেছে। হামলায় পুতিন আহত হননি। ক্রেমলিনের ভবনও অক্ষত রয়েছে বলে জানিয়েন রুশ কর্মকর্তারা।
ক্রেমলিন সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে। এই ঘটনাকে তারা দেখছে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ বলছে, ক্রেমলিন এই হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। বিজয় দিবস, ৯ মের আগে তারা প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা চালিয়েছে। এই ঘটনার পরও পুতিন শিডিউলে পরিবর্তন আনেননি। স্বাভাবিকভাবেই চলছে।
আরআইএ বলছে, বুধবার পুতিন ক্রেমলিনে ছিলেন না। তিনি মস্কোর বাইরে নিজের নোভো ওগারিওভোর আবসে রয়েছে কাজ করছিলেন।
হামলাচেষ্টার কোনো প্রমাণ দেখাতে পারেনি ক্রেমলিন। আর বিবৃতিতে খুব অল্পই তথ্য রয়েছে। অন্যদিকে ইউক্রেনের কর্তৃপক্ষ এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরএইচ