ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চার্লসের অভিষেকের আগে রাজতন্ত্রবিরোধী প্রধানকে আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ৬, ২০২৩
চার্লসের অভিষেকের আগে রাজতন্ত্রবিরোধী প্রধানকে আটক গ্রাহাম স্মিথ: ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের রাজতন্ত্র বিরোধী গোষ্ঠী ‘রিপাবলিক’ প্রধান গ্রাহাম স্মিথকে আটক করা হয়েছে। শনিবার (৬ মে) দেশটির রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানের দিন ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভের সময় তাকে আটক করা হয়।

একটি ফুটেজে দেখা গেছে, রিপাবলিকের প্রধান গ্রাহাম স্মিথ ‘নট মাই কিং’ লেখা টি-শার্ট পরে তার কর্মীদের নিয়ে বিক্ষোভ করছেন।

রিপাবলিক বলেছে, প্ল্যাকার্ডসহ ওই স্থানে বিক্ষোভ প্রদর্শনের সময় স্মিথসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

রিপাবলিকের টুইটারে অফিসারদের বিস্তারিতসহ ছবি পোস্ট করা হয়েছে।

আটক হওয়া বিক্ষোভকারীরা বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের মুখে কেন এ আটক? পুলিশ তাদের আটকের বিষয়ে যুক্তিসঙ্গত কোনো কারণ দেখাতে পারেনি। তাদের সঙ্গে রিপাবলিক প্রধানকেও আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ম্যাট টার্নবুল নামে একজন বলেন, প্ল্যাকার্ডগুলো প্রদর্শনের সময় পুলিশ সেগুলো কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, সত্যি বলতে আমাদের সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে দেওয়া হয়নি। তারা জানত আমরা জড়ো হচ্ছি। আটক করে এটি বন্ধ করার উপায় খুঁজে বের করেছে তারা। পরে আমাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।

রিপাবলিক বলেছে, তাদের শত শত প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে টুইটে প্রশ্ন রাখা হয়, এটি কি গণতন্ত্র?

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।