ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধে কুরাখোভ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
যুদ্ধে কুরাখোভ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কুরাখোভ শহর দখলে নিয়েছে বলে দাবি করেছে রুশ বাহিনী। শহরটি গত কয়েক মাস ধরে রাশিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে আসছে।

তবে কুরাখোভ শহরের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা এখনো স্বীকার করেনি ইউক্রেন। শহরটি পোক্রোভস্ক শহরের ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।  

ইউক্রেন গত রোববার পাল্টা আক্রমণ শুরু করার পর রাশিয়ার কুরস্ক অঞ্চলে গত কয়েক দিনে তীব্র লড়াই চলছে। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে রয়টার্সের এক ছবিতে দেখা যায়, এক সেনা কুরাখোভ শহরে রাশিয়ার পতাকা তুলে ধরছেন। তবে ছবিটি যাচাই করে দেখেনি বিবিসি।

ইউক্রেনের খোর্তিৎসিয়া গোষ্ঠীর মুখপাত্র ভিক্টর ত্রেহুবোভ বার্তাসংস্থা রয়টার্সকে জানান, সোমবার সকালেও ইউক্রেনের বাহিনী কুরাখোভ শহরের ভেতরে রুশ সেনাদের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল।

কুরাখোভ পোক্রোভস্কের সঙ্গে এমন এক রাস্তায় সংযুক্ত, যেটি যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী এবং তাদের সরঞ্জাম পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।

রোমান পোহরিলি নামে এক বিশ্লেষক বলেছেন, কুরাখোভ দখলের মাধ্যমে রুশ বাহিনী পোক্রোভস্কে নতুন দিক থেকে আক্রমণ চালানোর জন্য উত্তরে অগ্রসর হওয়ার সুযোগ পাবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করে, পোক্রোভস্কের প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত দাচেনস্ক গ্রামটি দখলে নিয়েছে তাদের বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধে ইউক্রেনের বাহিনী জনবল সংকটে ভুগছে। গত কয়েক মাসে রুশ বাহিনী অগ্রসর হওয়ার কারণে পূর্ব ইউক্রেনে অবস্থান হারাচ্ছে কিয়েভ।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।