ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
মস্কোতে ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি ভবনের সামান্য ক্ষতি হয়েছে।

শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, হামলায় কেউ হতাহত হননি। জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলেই ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানীর কাছে আসার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

এই হামলার বিষয়ে কিয়েভ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে সোমবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল কিরিলো বুদানভ সতর্ক করেছিলেন যে, কিয়েভের ওপর রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার দ্রুত জবাব দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে মস্কোর আকাশে ধোঁয়া দেখা গেছে। অন্য ছবিতে একটি ভাঙা জানালা দেখা যায়।

সোবিয়ানিন জানিয়েছেন, কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

মস্কোতে অবস্থান করা বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গ জানান, উত্তর-পশ্চিম মস্কোতে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে তার বাড়ির জানালা কাঁপছিল।

তিনি বলেন, আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় সকাল ৬টা ৫৮ মিনিটে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করে প্রায় ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।