মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন। দেশটিতে নির্বাচন পরবর্তী চলমান সহিংসতায় গত সোমবার (২৩ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোয়াল রোন্ডা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে অন্তত দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তিনি জানান, সোমবার মোট ২৩৬টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলে ২৫ জন আহত হয়েছেন, এর মধ্যে ১৩ জন পুলিশ সদস্যও রয়েছে।
মোজাম্বিকে গত ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা সোমবার রাতে প্রতিবাদ শুরু করেন।
প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং সড়ক অবরোধ করেছে। টায়ার জ্বালিয়ে এবং রাস্তা বন্ধ করে দিয়েছে।
মোজাম্বিকে গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মন্ডলান তার সমর্থকদের সামাজিক মাধ্যমে কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং বলেছেন ‘বিজয় আমাদের সবার জন্য নিশ্চিত’।
পাসকোয়াল রোন্ডা জানিয়েছেন, সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে তাদের উপস্থিতি বাড়াবে। এখন পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এমএম