ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জেনিন ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ৫, আহত ৯১

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
জেনিন ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ৫, আহত ৯১

জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৯১ জন। খবর আল জাজিরা

সোমবার সকালের দিকে অভিযান শুরু হয়। ক্যাম্পে ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালিয়েছে। বার্তা সংস্থা ওয়াফা বলছে, ইসরায়েলি বাহিনী গুলি, গ্রেনেড ও বিষাক্ত গ্যাস ছোড়ে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, নিহতরা হলেন ২১ বছর বয়সী খালেদ দারবিশ, ১৯ বছর বয়সী কাসাম সারিয়া ও ১৫ বছর বয়সী আহমেদ সাকার ও কাসাম ফয়সাল আবু সিরিয়া। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান চালালে সৈন্যরা গুলির মুখে পড়ে। এতে তীব্র গুলি বিনিময় হয়।
 
পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার সংবাদদাতা ইমরান খান বলেন, সন্দেহভাজনদের একজন এক বন্দি হামাস নেতার ছেলে।
 
ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক একটি যানে বিস্ফোরক ডিভাইস আঘাত করে। এতে যানটি ক্ষতিগ্রস্ত হয়।  পরে সামরিক হেলিকপ্টারগুলো বন্দুকধারীদের দিকে গুলি চালায় যাতে বাহিনী বেরিয়ে যেতে পারে।

সানাদ সংস্থার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ইসরাইয়েলি হেলিকপ্টার ক্যাম্পে একটি রকেট ছোড়ে। নজরদারি একটি আকাশযানকে উপরে উড়তে দেখা যায়।  

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্রকাশ্যে অধিকৃত পশ্চিম তীরজুড়ে একটি বড় ধরনের অভিযান চালানোর আহ্বান জানিয়ে বলেন, সময় এসেছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।