ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা পোপের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা পোপের পোপ ফ্রান্সিস: ছবি সংগৃহীত

পোপ ফ্রান্সিস সুইডেনে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

সোমবার ( ৩ জুলাই) প্রকাশিত সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র আল-ইত্তিহাদকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ এ নিন্দার কথা জানান।

তিনি বলেন, প্রত্যেক ধর্মগ্রস্ত তার অনুসারীদের কাছে অত্যন্ত সম্মানের। কারো অন্যের ধর্মগ্রন্থকে অপমান করার অধিকার নেই। আমি কোরআন পুড়ানোর ঘটনায় রাগান্বিত এবং বিরক্ত বোধ করছি।

পোপ আরও বলেন, বাক-স্বাধীনতাকে কখনই অন্যকে তুচ্ছ করার উপায় হিসেবে ব্যবহার করা উচিত নয়। এমন কাজ নিন্দনীয়।

গত সপ্তাহে সালওয়ান মোমিকা নামে এক ব্যক্তি সুইডেনের স্টকহোম মসজিদের সামনে পুলিশি নিরাপত্তায় মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি কপি পুড়িয়ে দেন।

মুসলমানদের অন্যতম উৎসব ঈদুল আজহা উদযাপনের সময় সালওয়ান মোমিকা উসকানিমূলক কাজটি করেন। এতে মুসলিম বিশ্ব তীব্র ক্ষোভে ফেটে পড়ে।  

সুইডেনে কোরআন পুড়ানোর ঘটনা তুরস্ক, জর্ডান, ফিলিস্তিন, সৌদি আরব, মরক্কো, ইরাক, ইরান, পাকিস্তান, সেনেগাল, মরক্কো ও মৌরিতানিয়াসহ মুসলিম বিশ্বে ব্যাপক নিন্দার ঝড় তুলে।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে সুইডেনে তুরস্ক দূতাবাসের বাইরে কোরআনের একটি কপি আগুন দিয়ে পুড়িয়ে দেন এক উগ্র ডানপন্থী রাজনীতিবিদ।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।