ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা: জেনিন শিবির ছেড়েছে ৩০০০ শরণার্থী

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
ইসরায়েলি হামলা: জেনিন শিবির ছেড়েছে ৩০০০ শরণার্থী

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে সামরিক অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এই সামরিক অভিযানে অন্তত ৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তিন হাজার ফিলিস্তিনি জেনিন শরণার্থী শিবির।

মঙ্গলবার (৪ জুলাই) একজন ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রৌব ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ ক্যাম্প ছেড়েছে গেছেন। শহরের স্কুল ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে এসব বাস্তুচ্যুতদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।

ডেপুটি গভর্নর বলেন, শরণার্থী শিবিরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি বসবাস করতেন।

সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, শরণার্থীরা রাতারাতি জেনিন শিবির থেকে সরে যাচ্ছেন। অনেকে পায়ে হেঁটে রাস্তায় নেমেছেন।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের সামরিক অভিযান শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলিরা বলছে যতদিন প্রয়োজন, ততদিন অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।