ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবার গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এবার গাজায় ইসরায়েলের বিমান হামলা

জেনিনে দুই দিনের ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা গাজা উপত্যকার উত্তর অংশে আঘাত করেছে।

ফিলিস্তিনি সংবাদ সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র উত্তর গাজা উপত্যকার বেত লাহিয়া শহরের কাছে একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি বিমান হামলা হয়েছে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, গাজা থেকে বুধবার রাতে রকেট হামলা চালানো হয়। এর জবাবে সেখানে বিমান হামলা চালানো হয়েছে। এমনকি গাজা থেকে ছোঁড়া পাঁচটি রকেটই সফলভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।

রকেট ছোঁড়ার পরপরই ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সেরত এবং আশপাশের শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের আয়রনে ডোমের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।