ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্র হস্তান্তর করছে ওয়াগনার: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
অস্ত্র হস্তান্তর করছে ওয়াগনার: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

ভাড়াটে ওয়াগনার গ্রুপ তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জামগুলো রাশিয়ার নিয়মিত সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর সম্পন্ন করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার মন্ত্রণালয় ঘোষণা করে যে, ওয়াগনার গ্রুপের কাছ থেকে তারা ট্যাংক, মোবাইল রকেট লঞ্চার এবং এন্টি এয়ারক্রাফটস সিস্টেমসহ দুই হাজারেরও বেশি সামরিক সরঞ্জাম বুঝে পেয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের কাছে আড়াই হাজার টনেরও বেশি বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং প্রায় ২০ হাজার ছোট অস্ত্র জমা দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগ সরঞ্জামই যুদ্ধে ব্যবহার করা হয়নি।

ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। গত ২৯ জুন মস্কোতে পুতিনের সঙ্গে তার এই সাক্ষাৎ হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ওই সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে যুদ্ধ প্রচেষ্টা এবং বিদ্রোহের একটি ‘মূল্যায়ন’ তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।