ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে বিমান হামলা করেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, এই হামলায় রুশ সেনারা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ওডেসার দক্ষিণ বন্দর, মাইকোলাইভ, দোনেৎস্ক, খেরসন, জাপোরিঝিয়া এবং দিনিপ্রোপেত্রোভস্ক
অঞ্চলগুলো রাশিয়ান ড্রোন হামলার হুমকির মধ্যে ছিল।

বিমান বাহিনী বলেছে, রাশিয়া পোলতাভা, চেরকাসি, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও কিরোভোহরাদ অঞ্চলে আক্রমণের জন্য ব্যালিস্টিক অস্ত্রও ব্যবহার করতে পারে।

ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার বলেছেন, রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে।

তিনি বলেছেন, ‘বেশ কয়েক দফায় রাশিয়ার এই আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। ’

অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, মাইকোলাইভ অঞ্চলে ইরানের তৈরি শাহেদ ড্রোন হামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।