ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওডেসা, কিয়েভে রাশিয়ার হামলা

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ওডেসা, কিয়েভে রাশিয়ার হামলা

ইউক্রেনের বন্দর শহর ওডেসায় টানা দ্বিতীয় রাতে বিমান হামলা করেছে রাশিয়া। একই সময়ে রাজধানী কিয়েভেও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বুধবার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বুধবার সকালের দিকে সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে, রাশিয়ার বিমান হামলা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল।

তিনি এই অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, তারা কৃষ্ণ সাগর থেকে রাশিয়ার কালিব্র ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত বলেনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার বিমান হামলায় ওডেসায় একটি বহুতল আবাসিক ভবনের বেশ কয়েকটি জানালা উড়ে গেছে। রাস্তায় কাঁচের টুকরো পড়ে আছে।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কিয়েভে রাশিয়ার বিমান হামলা প্রতিহত করতে নিযুক্ত ছিল, রাজধানীর সামরিক প্রশাসন টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে।

এদিকে বার্তা সংস্থার রয়টার্স বলছে, একজন প্রত্যক্ষদর্শী কিয়েভের কাছে বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়া উঠার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।