ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে জিমনেসিয়ামের ছাদ ধসে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
চীনে জিমনেসিয়ামের ছাদ ধসে ১১ জনের মৃত্যু

চীনে একটি স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন মারা গেছেন।

শিল্পাঞ্চল হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ভবনটির দায়িত্বে থাকা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তারা বলছেন, রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব চীনে প্রবল বৃষ্টির কারণে স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন মারা গেছেন।

কর্মকর্তারা বলেছেন, ছাদ ধসে পড়ার আগে জিমনেসিয়ামের ভেতরে ১৯ জন ছিলেন।

তারা বলেন, ছাদ ধসের আগ মুহূর্তে চারজন সেখানে বের হয়ে যাতে সক্ষম হন। অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে বের করা ১৫ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে গেছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হতাহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।