ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালি উপকূলে নৌকাডুবিতে ৪১ অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
ইতালি উপকূলে নৌকাডুবিতে ৪১ অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি

ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে নৌকাডুবিতে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা।

নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেন যে, তারা যে নৌকাটিতে ছিলেন সেটি তিউনিসিয়ার স্ফাক্স থেকে ইতালির দিকে যাচ্ছিল।  

বেঁচে যাওয়া চারজন আইভরি কোস্ট ও গায়ানা থেকে আসা। বুধবার তারা লাম্পেদুসা দ্বীপে পৌঁছান।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে এ বছর ১৮শর বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

বেঁচে যাওয়া চারজনের তিনজন পুরুষ ও একজন নারী। উদ্ধারকারীদের তারা বলেন, তাদের নৌকায় ৪৫ জন অভিবাসন প্রত্যাশী ছিল। এর মধ্যে তিন শিশুও ছিল।  

তারা বলেন, তাদের নৌকাটি ছিল ৭ মিটার দীর্ঘ। গত সপ্তাহের বৃহস্পতিবার স্ফাক্স ছাড়ে নৌকাটি। কয়েক ঘণ্টা পর নৌকাটি বড় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়।  

পরে তাদের একটি কার্গো জাহাজ উদ্ধার করে ইতালির কোস্ট গার্ডের জাহাজে স্থানান্তর করে।  

ইতালির কোস্ট গার্ড রোববার দুটি নৌকাডুবির ঘটনার কথা জানায়। তবে এই নৌকাটি ওই দুই ঘটনার মধ্যে ছিল কি না, তা স্পষ্ট করেনি।  

তিউনিসিয়ান কর্তৃপক্ষ বলছে, স্ফাক্স হলো একটি বন্দরনগরী যেটি ল্যাম্পেদুসা থেকে ৮০ মাইল দূরে। এই পথটি অভিবাসনপ্রত্যাশীদের কাছে বেশ জনপ্রিয়। এই পথে তারা ইউরোপে নিরাপদ জীবন খুঁজতে যায়।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।