ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

অধিকৃত পশ্চিম তীরে এক শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

নিহত তরুণের নাম মাহমুদ জারাদ। ইসরায়েলি বাহিনী তুলকারেম শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় তার বুকে গুলি করে। শুক্রবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।

ইসরায়েলি সৈন্যরা গুলি ছোড়ার পাশাপাশি টিয়ার গ্যাস ছোড়ে এবং ক্যাম্পের বাসিন্দাদের বাড়ির ছাদে স্নাইপার বসায়।

গুলিবিদ্ধ তরুণ জারাদকে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের পরিচালক আমিন খাদের প্যালেস্টাইন টিভিকে বলেন, আটজন আহত হয়েছেন।  

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর আধিপত্য বিস্তারকারী ফাতাহ পার্টি বলেছে, জারাদ তাদের একজন সদস্য ছিলেন। কিন্তু তারা তাকে যোদ্ধা হিসেবে দাবি করেনি।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র সামরিক শাখার সঙ্গে সম্পৃক্ত তুলকারেম ব্রিগেড এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, তারা তুলকারেম শিবিরে ইসরায়েলি অনুপ্রবেশের জবাব দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী কিংবা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।  

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি এক যোদ্ধাকে হত্যা করে।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।