ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। চিকিৎসা সম্পর্কিত একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছে।

মঙ্গলবার রয়টার্সকে জেরিকো হাসপাতালের পরিচালক বলেন, কম বয়সী দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের বুকে গুলি লেগেছিল। খবর আল জাজিরা।  

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আজ ভোরে জেরিকোতে হামলা চালানোর সময় ১৬ বছর বয়সী কাসেই আল-ওয়ালাজি ও ২৫ বছর বয়সী মোহাম্মদ নাজুমকে গুলি করে ইসরায়েলি বাহিনী।  

স্থানীয় বাসিন্দারা বলেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। তবে নিহত দুই ব্যক্তি জড়িত কি না তা জানা যায়নি।

অভিযানটি এক ঘণ্টারও কম সময় স্থায়ী হয়েছিল বলে জানান বাসিন্দারা।

শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযান, ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের মারাত্মক আক্রমণ এবং ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের রাস্তায় হামলা, এসবের মধ্যেই গত কয়েক মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা আরও বাজে রূপ ধারণ করেছে।  

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, এ নিয়ে জেরিকোতে চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি হত্যার সংখ্যা ২১৬-তে গিয়ে দাঁড়ালো।  

উভয় পক্ষের সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, প্রায় ২৮ জন ইসরায়েলি, একজন ইউক্রেনীয় ও একজন ইতালীয়ও নিহত হয়েছে।
 
ইসরায়েলের সামরিক বাহিনী সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে এএফপির অনুরোধেও কোনো মন্তব্য করেনি।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।