ভারতে পর্যটক বহনকারী একটি চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৬ আগস্ট) ভোরে দেশটির তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। এরপর তা বগিগুলোতে ছড়িয়ে পড়ে। তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি।
আগুনের সূত্রপাতের বিষয়ে রেল সূত্র জানিয়েছে, ট্রেনের কামরার মধ্যেই তীর্থযাত্রীরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কফি বানাচ্ছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ওই সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে অনেকেই কামরা থেকে বাইরে বেরিয়ে পড়েন। কিন্তু বৃদ্ধরা পারেননি।
মাদুরাই জেলা কালেক্টর মস সঙ্গীতাকে উদ্ধৃত করে ভারতের সংবাদ সংস্থা বলেছে, এখন পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা বি.গুগনেশন এক বিবৃতিতে বলেছেন, ট্রেনের যাত্রীরা বেআইনিভাবে একটি গ্যাস সিলিন্ডার বহন করছিল তাদের কামরায়। যা আগুন লাগার কারণ।
VIDEO | Several killed after a fire broke out in a tourist train parked on Bodi Lane near Madurai railway station in the wee hours of Saturday. pic.twitter.com/z6EMz4xsXn
— Press Trust of India (@PTI_News) August 26, 2023
প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের উড়িষ্যার করমন্ডলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়। এর পর এটি বড় দুর্ঘটনা।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসএএইচ