ভারত সরকারের অসহযোগিতা, আফগান স্বার্থপূরণে ব্যর্থতা, কর্মী সংকটের মতো অভিযোগের ভিত্তিতে ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। আফগান হাইকমিশনটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।
আফগান দূতাবাস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে বলেছে, দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় রেখে অনেক চিন্তাভাবনার পর এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে আফগান দূতাবাস। এতে বলা হয়েছে, গভীর দুঃখ, অনুশোচনা ও হতাশার সঙ্গে জানানো যাচ্ছে রোববার (১ অক্টোবর) থেকে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস কার্যক্রম বন্ধ করা হচ্ছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভারত সরকারের অসহযোগিতা আমাদের কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত করেছে। নয়াদিল্লির দূতাবাসে আফগানিস্তান ও এর নাগরিকদের প্রত্যাশিত স্বার্থ ও প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হয়েছে। দূতাবাসের কর্মী সংখ্যা কমে যাওয়ায় কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে উঠেছিল।
কার্যক্রম বন্ধ হওয়ায় ভিয়েনা কনভেনশনের নীতি অনুসারে দূতাবাসের সব সম্পত্তি ও স্থাপনা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিম্মায় চলে যাবে। দূতাবাস স্বীকার করছে, এ পরিপ্রেক্ষিতে কেউ কেউ কাবুল থেকে সমর্থন ও নির্দেশনা পেতে পারেন- আমাদের বর্তমান কর্মপন্থা থেকে ভিন্ন হতে পারে।
উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ভারত।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
এমজে