গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি বক্তা মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল।
ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে তিনি লিখেছেন, আমার ছেলে তুলাম্বাতে ইন্তেকাল করেছে। তার মৃত্যুর খবর আমাদের শোকাবহ করে তুলেছে। এই পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আসিম জামিলের জানাজা আজ ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় তুলম্বায় আমাদের নিজ গ্রাম রাইসাবাদে অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) পাঞ্জাবের খানেওয়াল জেলার তুলাম্বা তহসিলে গুলিবিদ্ধ হন আসিম জামিল। তাকে উদ্ধার করে দ্রুত তুলাম্বা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আসিম জামিল কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ।
পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডক্টর উসমান আনোয়ার জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। আসিম জামিলের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য ফরেনসিক প্রমাণ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ছেলের মৃত্যুর ঘটনায় তারিক জামিল ও তার পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের (এন) প্রধান শাহবাজ শরীফ।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসএএইচ
انا للہ وانا الیہ راجعون
— Tariq Jamil (@TariqJamilOFCL) October 29, 2023
آج تلمبہ میں میرے بیٹے عاصم جمیل کا انتقال ہوگیا ہے. اس حادثاتی موت نے ماحول کو سوگوار بنا دیا۔ آپ سب سے گزارش ہے کہ اس غم کے موقع پر ہمیں اپنی دعاؤں میں یاد رکھیں. اللہ میرے فرزند کو جنت الفردوس میں اعلیٰ مقام عطا فرمائے۔