ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিংকডইনে সাবমেরিনের পরিচালক খুঁজছে ব্রিটিশ নেভি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
লিংকডইনে সাবমেরিনের পরিচালক খুঁজছে ব্রিটিশ নেভি

চাকরি খোঁজার জনপ্রিয় প্ল্যাটফর্ম লিংকডইনে পোস্ট দিয়ে সাবমেরিনের পরিচালক খুঁজছে  ব্রিটিশ রয়্যাল নেভি। হ্যাঁ ঠিকই পড়েছেন ব্রিটিশ রয়্যাল নেভি এই কাজটিই করেছে প্রায় সপ্তাহ তিনেক আগে।

যদিও গতকাল থেকে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।  

লিংকডইনে রয়্যাল নেভির অ্যাকাউন্ট থেকে সাবমেরিনের পরিচালকের সন্ধান করে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। এরি মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।  

সাধারণত একটি সাবমেরিনের পরিচালক পদে একজন অভিজ্ঞ নাবিক ও সামরিক কর্মকর্তাকেই নিয়োগ দেওয়া হয়। ব্রিটিশ  রয়্যাল নেভির একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, রয়্যাল নেভি অভ্যন্তরীণভাবে এসব পদের শূন্যস্থান পূরণ করতে পারছে না। তাই ব্রিটিশ রয়্যাল নেভি বাইরে থেকে লোক নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করেছে। তবে প্রার্থীদের অবশ্যই হয় রিজার্ভ ফোর্সের সদস্য হতে হবে অথবা নিয়মিত বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। খবর এনডি টিভি, আরটি।  

একাধিক সূত্র জানিয়েছে, রয়্যাল নেভি ব্যাপকভাবে নিয়োগ সংকটে ভুগছে এবং এ কারণেই গত মাসে তারা লিংকডইনে বিজ্ঞপ্তি দিয়েছে। এই নিয়োগের মেয়াদ দুই বছর আর বেতন হতে পারে বার্ষিক ১ লাখ ৫০ হাজার পাউন্ড।


বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।