ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

মিয়ানমারের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে শিশুসহ ১৫ নাগরিককে দেশটির সামরিক জান্তা। ওই হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে জান্তা সরকার বিরোধীদের সঙ্গে লড়াই করছে। সম্প্রতি এসব অঞ্চলে বেশ কিছু শহর দখলে নিয়েছে বিদ্রোহী শক্তি গুলো।

রোববার সকালে তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে বিমান হামলার এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে।   

প্রত্যক্ষদর্শীরা বলেন, গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করে প্রথম বোমা হামলা চালানো হয়। নিহত বেশিরভাগই গির্জার থেকে পালানোর জন্য দৌড়াচ্ছিলেন। বিমান থেকে মোট ছয়টি বোমা ফেলা হয়েছে। বোমাগুলো গির্জার বাইরে এবং কয়েকটি বাড়িতেও আঘাত হানে। আরেকটি বোমা স্থানীয় কমিউনিটির স্কুলের কাছে পড়ে।

 

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা,জানুয়ারি ৮,২০২৪

টিএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।