ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে আবারও বিপুল অংকের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন সহায়তা প্যাকেজের আওতায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে।

 

এই সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে গিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এই সহায়তা ইউক্রেনের অস্ত্রগুলোকে স্বল্প সময়ের জন্য হলেও সচল রাখবে। তিনি সাংবাদিকদের বলেন এই সহায়তা ইউক্রেনকে কয়েক সপ্তাহের জন্য ডিফেন্স লাইনে ঠিকে থাকতে সাহায্য করবে।

তিনি বলেন, এটি সাময়িক সমাধান, ইউক্রেনের চাহিদা মেটাতে এই সাহায্য কোনো অর্থেই যথেষ্ট নয়। খবর রয়টার্স

গত প্রায় তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে যুক্তরাষ্ট্র এই ধরনের সহায়তা পাঠাতে চলেছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, প্যাকেজের মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, পেন্টাগনের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা কিয়েভকে যুদ্ধে অর্থায়নের ক্ষেত্রে টেকসই কোনো সমাধান নয়।

 

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।