ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ২৯, ২০২৪
পাকিস্তানে টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৮

পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ যাত্রী।

হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।  

স্থানীয় সময় বুধবার (২৯ মে) সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের ওয়াশুকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে গণমাধ্যম ডন

প্রতিবেদনে বলা হয়, যাত্রীবোঝাই বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। এ সময় ওয়াশু স্থানের বাসের টায়ার ফেঁটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করেছে উদ্ধারকারী ও লেভিস কর্মকর্তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।  

আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।