ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সরকারি বিমান হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
সিরিয়ায় সরকারি বিমান হামলায় নিহত ৪০

ঢাকা: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী অধ্যুষিত এলাকায় সরকারি বিমান বাহিনীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক লোক।



বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে আলেপ্পোর আল-বাব ও কাবাসিন এলাকায় এ হামলা চালানো হয় বলে শুক্রবার (২৬ ডিসেম্বর) জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

তবে, নিহতদের মধ্যে ক’জন আইএস জঙ্গি আর ক’জন বেসামরিক লোক এ ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি।

হামলার পর ওই অঞ্চলের বাড়িঘর ও বেশ কিছু স্থাপনা বিধ্বস্ত হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

মানবাধিকারকর্মীরা বলছেন, সম্প্রতি আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান বাহিনীর অভিযান বাড়িয়ে দিয়েছে সিরিয়ার সরকার।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।