ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনের স্কুলে বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জুন ২১, ২০১৭
ফিলিপাইনের স্কুলে বন্দুকধারীদের হামলা

ঢাকা: ফিলিপাইনের একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। মিন্দানাও দ্বীপের পিগকাওয়ান শহরের নিকটবর্তী স্কুলটিতে সেনাদের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধ চলছে।

বুধবার (২১ জুন) পিগকাওয়ান শহরের প্রধান পুলিশ পরিদর্শক রিলান মেমন জানান, বঙ্গসমোরো ইসলামিক ফ্রিডম ফাইটারস গ্রুপের সদস্যদের সঙ্গে মালাগাকিট এ আইন শৃঙ্খলাবাহিনী সদস্যদের বন্দুকযুদ্ধ চলছে।  

স্কুলে সাধারণ নাগরিকরা আটকা পড়েছে কিনা বা তাদের জিম্মি করা হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

হামলার সময় স্কুলটি বন্ধ ছিলো।

পিগকাওয়ান এর মেয়র এলিসিও গারসিয়া ফিলিপাইন রেডিওকে জানান, হামলায় ২০০ বন্দুকধারী সন্ত্রাসী অংশ নিয়েছে। কি ঘটেছে তা জানতে তিনি খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান।

পিগকাওয়ান মিন্দানাও দ্বীপের কেন্দ্রে উত্তর কোটাবাটো প্রদেশের অর্ন্তভুক্ত। প্রেসিডেন্ট রদরিগো দোয়ার্তে গত মাসে দক্ষিণের এ দ্বীপটিতে জরুরি অবস্থা জারি করেন। পিগকাওয়ানের ১৯০ কিলোমিটার উত্তরের মারাওয়ি শহরটি বর্তমানে অবরোধ করে রেখেছে আইএস সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২১ জুন, ২০১৭
জিওয়াই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।