ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সম্পন্ন রাষ্ট্রপতি নির্বাচন, রামনাথকেই দেখছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
সম্পন্ন রাষ্ট্রপতি নির্বাচন, রামনাথকেই দেখছেন মোদি রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের পর রামনাথ কোবিন্দই কি ফুলেল শুভেচ্ছা পেতে যাচ্ছেন?

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সাড়ে ৫টায়) শেষ হয়েছে। 

নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের প্রার্থী রামনাথ কোবিন্দই জিতবেন বলে আশা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ তার দলের নেতারা। দলিত সম্প্রদায়ের এই নেতা ছিলেন বিহারের রাজ্যপাল।

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিরোধী কংগ্রেস জোটের প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার। তিনিও দলিত সম্প্রদায়ের প্রতিনিধি।

জনসংখ্যার দিক থেকে বৃহৎ গণতান্ত্রিক এই দেশটির ১৪তম রাষ্ট্রপতি নির্বাচনে সকালে লোকসভা ভবনে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় বিজেপি সভাপতি অমিত শাহও ভোট দেন।

ভোটাধিকার প্রয়োগের পর লোকসভার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের মোদি বলেন, আজ (সোমবার) থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। বর্ষা মানুষের জন্য আশার সংবাদ নিয়ে আসে। ঠিক একইভাবে নতুন এই অধিবেশনও আশার বার্তা নিয়ে আসবে। এ অধিবেশনেই রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে।

দুপুর ১টার দিকে লোকসভায় ভোট দেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহ-সভাপতি রাহুল গান্ধী। এসময় জোটের অন্য সংসদ সদস্যরাও পাশে ছিলেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন লোকসভার ৭’শ ৭৬ সদস্য ও রাজ্যগুলোর বিধানসভার ৪ হাজার ১২০ সদস্য। ব্যাপক গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গৃহীত এসব ভোট গণনা হবে আগামী ২০ জুলাই। তারপরই জানা যাবে কে আসছেন রাইসিনা হিলের ‘রাষ্ট্রপতি ভবনে’।  

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের পর উপ-রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত করতে বিকেল ৬টায় সংসদীয় বোর্ডের সভা ডেকেছে বিজেপি জোটের সদস্যরা। সভা শেষই প্রার্থীর নাম ঘোষণা করবে তারা। অবশ্য বিরোধী কংগ্রেস জোট এরইমধ্যে উপ-রাষ্ট্রপতি পদেও তাদের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর নাম ঘোষণা করে ফেলেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি জোটের প্রার্থী রামনাথ কোবিন্দই সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। বিভিন্ন জরিপ অনুযায়ী, তিনি ৭০ শতাংশ ভোট পেয়ে রাইসিনা হিলে উঠতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।