সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় দলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানান বিজেপি সভাপতি অমিত শাহ।
রাজ্যসভায় শাসক গোষ্ঠী সংখ্যালঘু হলেও রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষ মিলিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র শক্তি বিরোধী শিবিরের থেকে বেশ খানিকটা বেশি।
রাষ্ট্রপতি পদে বিধায়কদের ভোটাধিকার রয়েছে আর উপ-রাষ্ট্রপতি পদে শুধু লোকসভা এবং রাজ্যসভার সংসদ সদস্যরাই ভোট দিতে পারেন। কাজেই বেঙ্কাইয়াকে জিতিয়ে আনা বিজেপি’র পক্ষে পক্ষে অসম্ভব নয় বলে মত রাজনীতি বিশ্লেষকদের।
বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমএএম/এসএনএস