ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি হামলায় নিহত ৩ ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসারায়েলি হামলা

ঢাকা: পঞ্চাশ বছরের কম বয়সীদের আল আকসা মসজিদে নামাজে আদায়ে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে গণবিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় অন্তত শতাধিক ফিলিস্তিনি আহত হন।

সংবাদ মাধ্যম আল জাজিরাকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী রাস আল আমুদ এলাকায় ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) জুম্মার নামাজের পর সংঘর্ষে আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেরুজালেম হাসপাতাল কর্তৃপক্ষ ওই মুসল্লির মৃত্যুর খবর নিশ্চিত করে।

অপরদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তৃতীয় ব্যক্তির মৃত্যু হয় বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে।

আল আকসা মসজিদে ৫০ বছরের কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পর বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা। নিষেধাজ্ঞার প্রতিবাদে ফিলিস্তিনের ধর্মীয় নেতারা মুসল্লিদের অন্য মসজিদের পরিবর্তে আল আকসায় নামাজ পড়ার আহ্বান জানান।  

ধর্মীয় নেতাদের ডাকে সাড়া দিয়ে ফিলিস্তিনি হাজারো মুসল্লি আল আকসায় নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিলিস্তিনিরা বিক্ষোভ মিছিল শুরু করলে ইসরায়েলি বাহিনী মুসল্লিদের ওপর টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।