এডিস মশা বাহিত এই রোগ দেশটিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। হাসপাতাল, চিকিৎসা কেন্দ্রগুলোতে বহু আক্রান্ত চিকিৎসাধীন।
রেড ক্রস সোসাইটি ও আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ বিবৃতিতে সোমবার এ তথ্য জানানো হয়। তারাই লাখো মানুষের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে।
মূলত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও পানি জমে থেকে মশার বংশ বিস্তারে এটি দ্রুত ছড়িয়ে পড়েছে।
সারা লঙ্কায় ছড়ালেও পশ্চিম অংশে ভয়াবহতা বেশি। রোগ নিরাময়ে সামাজিক এই সংগঠনগুলো পৃথক বাজেট ঘোষণা করেছে, ইতোমধ্যে তিন লাখ মার্কিন ডলার বাজেট বাড়ানো হয়েছে। সরকারও প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৯৬ জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত নিশ্চিত করেছে, বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আইএ