ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫০  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫০   ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

বার্তা সংস্থা এএফপি জানায়, গত বুধবার (২৬ জুলাই) দেশটির বর্নো প্রদেশের মাগুমেরি এলাকায় নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের (এনএনপিসি) বিশেষজ্ঞ দলের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালায় চরমপন্থী সন্ত্রাসী সংগঠনটি। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে বর্নো প্রদেশে প্রবেশের ক্ষেত্রে সেনাবাহিনীর কড়াকড়ি আলোপ রয়েছে। ফলে হামলার বিষয়ে এখনও বিস্তারিত জানা যাচ্ছে না।

২০০৯ সাল থেকে বোকো হারামের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে ওই এলাকায় কমপক্ষে ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাড়িছাড়া হয়েছে ২৬ লাখের বেশি মানুষ।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।