ইয়াসের গৃহীত এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগানের অনুমতিতে কার্যকর হয়।
রাজধানী আঙ্কারায় প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের বাসভবনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত চার ঘণ্টাব্যাপী এই বৈঠকে অংশ নেন পরিষদের সদস্য সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা।
স্থানীয় সময় সন্ধ্যায় ইয়াসের কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট এরদোগান তার বাসভবনে বৈঠক করেন। এরপরই বিষয়টি সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান, সেনাবাহিনীর সাবেক কমান্ডার জেনারেল ইয়াসার গুলারকে নতুন করে তুরস্কের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, ভাইস অ্যাডমিরাল আদনান ওজবালকে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। জেনারেল হাসান কুসুকাকাইয়াজকে বিমান বাহিনীর প্রধান পদে নিযুক্ত করা হয়েছে।
তুরস্কের সেনাবাহিনীর প্রধান হিসেবে ছিলেন চার-তারকা জেনারেল হুলুসি আকবর। প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর পর তিনি বিমান, নৌসহ পুরো সশস্ত্র বাহিনীরই সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন। বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেনারেল আবিদিন উনাল। আর নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডমিরাল বুলেন্ত বোস্তানোগলু।
এই তিন বাহিনী প্রধানের মধ্যে প্রথম দু’জন দায়িত্ব পালন করেছেন ২০১৫ সালের আগস্ট থেকে। আর বোস্তানগলু দায়িত্ব পালন করেছেন ২০১৩ সালের আগস্ট থেকে। গতবছর জুলাইয়ে সামরিক বাহিনীর অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাদের একাংশের অভ্যুত্থান চেষ্টার সময় তিন বাহিনী প্রধানই এরদোগানের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন। অভ্যুত্থান-চেষ্টা ব্যর্থ হওয়ার পর এই কর্মকর্তাদের নিয়েই সংবাদ সম্মেলন করেছিলেন এরদোগান।
তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন আরও জানান, ছয় জেনারেলকে সর্বোচ্চ র্যাংক দেওয়া হয়েছে। এছাড়া, আরও ৬১ কর্নেলকে জেনারেল এবং অ্যাডমিরাল পদ দেওয়া হচ্ছে। আধিকারিক বলে আট জেনারেল এবং অ্যাডমিরালের সময় এক বছর করে বাড়ানো হয়েছে। ১৫৯ কর্নেলের তাদের আগের বহালকৃত সময়ের থেকে দুই বছর বাড়ানো হয়েছে।
তিনি আরও যোগ করেন, ২৮ অ্যাডমিরাল এবং জেনারেল ছাড়াও ১০৭ কর্নেল আগামী ১ সেপ্টেম্বর থেকে অবসর নেবেন। তাদের মধ্য থেকে একজন অ্যাডমিরাল তার সময় পূর্ণ করেই অবসরে যাবেন।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এইচএ/এমআরপি