শুক্রবার (১১ আগস্ট) ভূমধ্যসাগর উপকূলের শহর আলেক্সান্দ্রিয়ায় এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রেন রাজধানী কায়রো থেকে এবং আরেকটি ট্রেন পোর্ট সৈয়দ থেকে বিপরীত দিকের গন্তব্যে যাচ্ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী বাহিনী। উদ্ধারকারীরা বলছেন, সংঘর্ষের ফলে একটি ট্রেনে আরেকটি ট্রেনের ভেতরে ঢুকে যায়।
মিশরে ট্রেন দুর্ঘটনা বিরল হলেও একেবারেই যে ঘটে না তা নয়। ২০১৩ সালেই একটি ট্রেন একটি মিনিবাসের ভেতর ঢুকে গেলে কয়েকডজন লোক নিহত হয়।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এইচএ/