আফ্রিকার এই দেশটির নির্বাচন কমিশন শুক্রবার (১১ আগস্ট) ৫৫ বছর বয়সী ব্যবসায়ী ও দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের ছেলেকে আরো পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে।
দেশটির নির্বাচন কমিশন কর্মকর্তা ওয়াহাফা চেবুকি বলেন, অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য এই নির্বাচনে উহুরু কেনিয়াটা পেয়েছেন ৫৪ দশমিক ২৭ শতাংশ ভোট।
তবে বিরোধী দলীয় নেতা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। ৭২ বছর বয়সী প্রবীন এই রাজনিতিবিদ চারবার প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন।
বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এমএফআই/এসআই