প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ার-উল-কাকারের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে।
সেনাবাহিনীর আন্ত:গণসংযোগ বিভাগ আইএসপিআর -এর তথ্য মতে নিহতদের মধ্যে আটজন সেনা সদস্য ও সাতজন সাধারণ নাগরিক।
আহতদের স্থানীয় কোয়েটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বকতি বলেন, আহতদের নিরাপত্তায় হাসপাতাল এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলায় দায় স্বীকার করেনি। তবে অতীতের সন্ত্রাসী হামলাগুলোর জন্য তালেবানকে দায়ী করা হয়।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসআইএস/