প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিনজন বন্দুকধারী রোববার (১৩ আগস্ট) রাজধানীর উয়াগাদুগুর ব্যস্ততম একটি রেস্টুরেন্টের সামনে এসে অতর্কিত গুলি করতে থাকে। এতে রেস্টুরেন্টে আসা গ্রাহকরা গুলিবিদ্ধ হন, ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।
পরে নিরাপত্তা বাহিনী সদস্যদের গুলিতে নিহত হন ওই তিন বন্দুকধারী। তবে তখনও কিছু মানুষ রেস্টুরেন্ট ভবনের ভেতরে আটকে ছিলেন। তাদের উদ্ধারে অভিযান শুরু হয় বলে জানান দেশটির তথ্যমন্ত্রী।
বুর্কিনা ফাসোতে গত বছরের জানুয়ারিতে হামলায় ৩০ জন নিহত হয়েছিলেন।
আক্রমণকারীদের বিষয়ে তথ্যমন্ত্রী জানান, এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না কারা কারা এতে জড়িত।
যদিও দেশটিতে কয়েকটি জঙ্গি সংগঠন কাজ করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
আইএ