বৃহস্পতিবার (১৭ আগস্ট) শহরটির কেন্দ্রস্থল প্লাসা কাতালুনিয়া এলাকায় এ হামলা চালানো হয়। গাড়ির চালক জনতার ওপর গাড়ি উঠিয়ে দিয়েই পালিয়েছে।
ঘটনার পর ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। একইসঙ্গে শহরের ট্রেন ও মেট্রো স্টেশন এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। ঘটনাস্থলে ছুটে গেছে জরুরি উদ্ধারকারী বাহিনী।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে। এদের একজনের নাম দ্রিস উকাবির। প্রথমে তাকে ট্রাকচালক বলে সন্দেহ করা হলেও পুলিশ এখন নিশ্চিত যে আটক দুজনের কেউই চালক নয়। তাদের এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলায় প্রায় শ’খানেক মানুষ নিহত হওয়ার ঘটনার পর এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে ইউরোপজুড়ে। সেজন্য এ ধরনের গাড়ি চালিয়ে দেওয়ার বিষয়ে সতর্ক সংশ্লিষ্ট দেশগুলোর বাহিনী।
গাড়ি চালিয়ে দেওয়ার পরই চালক পালিয়ে যাওয়ায় ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করছে পুলিশ-প্রশাসন।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭/আপডেট/আপডেট ০১২৫ ঘণ্টা
এইচএ/জেএম