ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাসেলসে পুলিশের উপর ‘আল্লাহু আকবর’ বলে হামলা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
ব্রাসেলসে পুলিশের উপর ‘আল্লাহু আকবর’ বলে হামলা  ব্রাসেলসে পুলিশের উপর ‘আল্লাহু আকবর’ বলে হামলা 

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নিরপত্তার দায়িত্বরত দুই পুলিশ সদস্যেরে উপর হামলা চালিয়েছে এক ছুরিধারী সন্ত্রাসী। হামলার সময় হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে হামলা চালায় বলে জানিয়েছেন ব্রাসেলস প্রসিকউটরের মুখপাত্র।

শুক্রবার (২৫ আগস্ট) রাতের এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করছেন দেশটির দায়িত্বশীলরা। তবে হামলার পর পুলিশের গুলিতে নিহত হন ওই হামলাকারী।

ওই মুখপাত্র আরও জানান, হামলায় দুজন সদস্যই সামান্য আহত হন। হামলাকারী পুলিশের কাছে আগে থেকেই ক্ষুদ্র অপরাধের জন্য চিহ্নিত ছিলো, সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র আছে বলে নয়। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বেলজিয়ামে সবশেষ ২০১৬ সালের মার্চে এয়ারপোর্টে সন্ত্রাসী হামলা হয়, যাতে ৩১ জন প্রাণ হারায়।

এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিখেল টুইট করেছেন, আমাদের সামরিক বাহিনীর জন্য সব সমর্থন। আমাদের নিরাপত্তা বাহিনী সতর্ক থাকবে। আমরা পুরো পরিস্থিতি গভীরভাবে অনুসরণ করছি।

হামলার সঙ্গে আইএস এর কোনো সংযোগ আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।