গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর মাত্র আট মাসেই এমন ‘ঝড়ের’ মুখে পড়তো হলো ট্রাম্প প্রশাসনকে।
হার্ভের আঘাতে টেক্সাসে ১২ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
টেক্সাসে গিয়ে এই বিপর্যয়ে আশাব্যঞ্জক বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ত্রাণ ও বন্যা পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আমরা এমন ভূমিকা রাখবো যেটা ইতিহাসে নজির সৃষ্টি করবে। আমরা দেখিয়ে দেবো কিভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়।
তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, এটা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা। কিন্তু টেক্সাসের জনগণ এই পরিস্খিতির মোকাবিলা করতে জানে।
হার্ভের আঘাতে ১০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানে ‘ক্যাটরিনা। সেসময় ১০৮ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।
‘হার্ভে’র প্রভাবে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাউস্টনে। পানিতে তলিয়ে বন্ধ রয়েছে অনেক মহাসড়ক, হাসপাতাল, রেল যোগাযোগ।
হাজারের ওপর ঘর এরইমধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেশিরভাগ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। হিউস্টনের মূল দুই বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে ডুবে আছে।
বন্যার কারণে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসশিল্পের কেন্দ্রবিন্দু টেক্সাসের উপকূলের বড় বড় শোধনাগারগুলোর কার্যক্রম থমকে আছে।
শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার পর টেক্সাসের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনর এর মধ্যবর্তী স্থানে আঘাত হানে ‘হার্ভে’। ঘণ্টায় ১৩১ মাইল বেগে ক্যাটাগরি ৪ হারিকেনে রূপ নিয়ে আঘাত হানা ঝড়টি পরবর্তী এক সপ্তাহ টেক্সাসবাসীর দুর্ভোগের কারণ হবে, এমন আভাস আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা।
বুধ (৩০ আগস্ট) ও বৃহস্পতিবার (৩১ আগস্ট) বন্যা পরিস্থিতির সবচেয়ে অবনতি ঘটবে বলে আশঙ্কা করছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ।
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এমএএম/আরআর