ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরি কোস্ট উপকূলে প্লেন বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আইভরি কোস্ট উপকূলে প্লেন বিধ্বস্ত, নিহত ৪ আটলান্টিকে ভাসছে দুর্ঘটনাকবলিত প্লেনের ধ্বংসাবশেষ

ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কবলে পড়ে আইভরি কোস্ট উপকূলে ফরাসি সেনাবাহিনীর পণ্যবাহী একটি প্লেন বিধ্বস্ত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানী আবিদজানের প্রধান বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই প্লেনটি আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়। প্লেনের ধ্বংসাবশেষ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ধ্বংসাবশেষের মধ্যে আরো দু’টি মরদেহ দেখা যাচ্ছে। দুর্ঘটনাকবলিত প্লেনটি প্রপেলার প্লেন ছিলো।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাকবলিত প্লেনের ছবি ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে আটলান্টিকে ভাসছে প্লেনের ধ্বংসাবশেষ।

তবে প্লেনটির আরোহী কারা ছিলেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। জানা যায়নি নিহতদের পরিচয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এইচএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।