বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় আক্রান্ত ৯ লাখ ৯৬ হাজার ৯১০ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ৭ লাখ ৩৭ হাজার ৩১১ জন।
করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে। ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৪২ জন, আর মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। ইতালির পরেই রয়েছে স্পেন। সেখানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ২৩৮ জন, মারা গেছেন ১০ হাজার ৯৬ জন।
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২০৪টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।
করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
ওএইচ/