ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাবলিগের ৬৪৭ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
তাবলিগের ৬৪৭ জন করোনায় আক্রান্ত

তাবলিগ জামাতে যোগ দিয়ে ৬৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারত। দিল্লির নিজামউদ্দিনের তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন তারা। আক্রান্তদের মধ্যে ৩ বাংলাদেশিও আছেন বলে জানা গেছে। 

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাবলিগ জামাতের সমাবেশে হাজির হয়েছিলেন এমন ৬৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে গত দু’দিনে। আক্রান্ত ব্যক্তিরা দেশের ১৪টি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেন।

 

বিশ্বজুড়ে যখন করোনার থাবায় কাঁপছে মানুষ তখন মার্চ মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলামি মারকেজ বাংলেওয়ালি মসজিদে ধর্মীয় জমায়েতের ডাক দিয়েছিল তাবলিগ জামাত। তাতে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের কয়েক হাজার মানুষ।

সেখানে গিয়েছিলেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরঘিজস্তানসহ বেশ কয়েকটি দেশের মানুষ। ১৫ মার্চ অনুষ্ঠান শেষের পরও নিজামউদ্দিন এলাকাতেই থেকে যান অনেকে। মোদীর ডাকা জনতা কারফিউয়ের আগের দিন অর্থাৎ ২১ মার্চ ওই মসজিদে ছিলেন ১৭৪৬ জন। যাদের মধ্যে ২১৬ জন বিদেশি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্রায় ১৩০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন ওই সমাবেশ। সেই সব প্রতিনিধি এবং তাদের সংস্পর্শে আসা মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫০ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। আরও অনেকে ভর্তি দিল্লিসহ দেশের ২৩টি রাজ্যের বিভিন্ন হাসপাতালে। আন্দামানে ৯ জনের শরীরে করোনা মিলেছে যারা ওই তাবলিগে অংশ নিয়েছিলেন।  

ওই তাবলিতে অংষ নেওয়া অনেকেই ইতিমধ্যে দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যে ফিরে গেছেন। ফলে বেড়ে গেছে নতুন সংক্রমণের আশঙ্কা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।