ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা

স্পেনে আবারও বাড়ছে মৃত্যুর হার, ২৪ ঘণ্টায় ৭৫৭ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
স্পেনে আবারও বাড়ছে মৃত্যুর হার, ২৪ ঘণ্টায় ৭৫৭ 

স্পেনে মাঝখানে বেশ কয়েকদিন করোনায় দৈনিক মৃত্যুহার কমেছিল। কিন্তু দুইদিন ধরে তা আবারও কিছু মাত্রায় বাড়তে শুরু করেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫৭ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয়েছিল ৭৪৩ জনের। তার আগের ৪ দিন এই মৃত্যুহার আরও কম ছিল। 

বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।   
  
খবরে বলা হয়, গত তিন দিনের তুলনায় বুধবার নতুন করে করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে স্পেনে প্রায় ১ লাখ ৪৭ হাজার মানুষের করোনা শনাক্ত হলো। ইউরোপীয় দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ।  

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ডক্টর হান্স ক্লুজ বলেন, ইতালি ও স্পেনে ছড়য়ে পড়া করোনা মহামারি স্তিমিত হওয়ার লক্ষণ পাওয়া যাচ্ছে। কিন্তু ইউরোপে করোনা পরিস্থিতির অগ্রগতি খুব নাজুক অবস্থায় আছে বলে সতর্কতা জানান তিনি।  

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৮২ হাজারেরও বেশি।  এর মধ্যে শুধু ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সেই মারা গেছেন ৫৪ হাজারের বেশি মানুষ।  অন্যদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২ হাজারেরো অধিক।  

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভাইরাসটিতে বুধবার দুপুর সোয়া ২টা পর্যন্ত বিশ্বে ১৪ লাখ ৩৪ হাজার ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ১৪৮ জন। পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২ হাজার ৪৬৫ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ১০ লাখ ৪৯ হাজার ৭৪০ জন। তাদের মধ্যে ১০ লাখ ১ হাজার ৮০৯ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৪৭ হাজার ৯৩১ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।